
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে। আবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে জেগে উঠেছে বলে জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জানাতে আসেন জিয়ার সমাধিস্থলে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপির রাজনীতির মূল আদর্শ ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়।
তিনি বলেন, পোশাক শিল্পের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, বিদেশে শ্রম-রপ্তানির কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]