
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিনের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হয়।
বেলা ১১টায় শহরের বড়বাজার এলাকার পৌর মার্কেটস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট এম এ খায়ের, ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিবার্তা/শান্ত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]