মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। প্রবাসী শ্রমিক হিসেবে গত প্রায় আড়াই বছর যাবৎ তাঁরা মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।


স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) মালয়েশিয়ান স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনায় তারা মারা যান। তাঁরা পাম বাগানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে মালয়েশিয়ার কোন এলাকায় দুর্ঘটনা ঘটে এবং তাঁরা মালয়েশিয়ার কোথায় থাকতেন তা নিশ্চিত হওয়া যায়নি।


নিহতরা হলেন- গোমস্তাপুর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের শুকুরুদ্দীন কালুর ছেলে মো. তুহিন (২৮) ও একই ওয়ার্ডের পাশের নসিবন্দিনগর গ্রামের মো. কাবিলের ছেলে শামীম রেজা (২৪)।


নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, দুপুরে একই গাড়িতে থাকা দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।


নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম (৪৯) বলেন, বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে পাহাড়ী এলাকায় পিকআপ গাড়িতে থাকা গোমস্তাপুরের ৫ জন পামবাগানে কাজ শেষে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।


এ সময় গাড়ি উল্টে দুজন নিহত হন। ঘটনার পর ওই গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পান গাড়িতে থাকা অপর তিন বাংলাদেশি। ঘটনার পর মালয়েশিয়ায় থাকা এলাকার ও বাংলাদেশের অন্য শ্রমিকরা বিকাল ৫টার দিকে নিহতদের বাড়িতে ফোন করে খবর দেন।
তুহিনের মামা আরো বলেন, ২ বছর ৪ মাস আগে তুহিন মালয়েশিয়া যায়।


গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ দুই শিশুসন্তান এবং বাবা-মা রয়েছে। নিহত শামীমের বাবা একজন ভ্যানচালক। তাঁরা এনজিওসহ বিভিন্ন স্থানে ধারকর্জ করে প্রবাসে যায়। রবিবার মালয়েশিয়ায় ছুটি থাকলেও তাঁরা ওভারটাইম করছিলেন। মালয়েশিয়ান পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে।


দুর্ঘটনায় গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী অক্ষত রয়েছেন বলে জানা গেছে।


তুহিনের দুলাভাই স্থানীয় সংবাদকর্মী শাহীন আলম বলেন, খবর পেয়ে তিনি দুই বাড়িতে যান। বাড়ি দুটিতে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


সংশ্লিষ্ট ই্উপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে খবর পাবার পর তিনি দুই পরিবারের খোঁজ নিয়ে ঘটনা নিশ্চিত হয়েছেন। সংশ্লিষ্ট গ্রাম পুলিশ শফিকুল ইসলাম (২) বলেন, ঘটনা জানার পর তিনি দুই পরিবারের খোঁজ নিয়েছেন।


গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, রবিবার দুপুরে মালয়েশিয়ায় গোমস্তাপুরের দুই বাসিন্দা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com