
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার সিদ্দিক প্রামাণিকের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]