
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় শরীয়তপুর শিল্পকলা মাঠ সংলগ্ন একটি অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মজিবুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই বাংলাদেশের উন্নয়ন হয়, বিএনপি ক্ষমতা থাকা মানে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। তাই এদেশের মানুষ সবসময় জিয়া পরিবারকে ভালবাসে। এদেশের মানুষ একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিবার্তা/রোমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]