বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু, অপরজন নিখোঁজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু, অপরজন নিখোঁজ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আলিফ নুর নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রুকাইয়া আক্তার নামে ১৩ বছর বয়সী আরেক শিশু নিখোঁজ রয়েছে।


সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মাধবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আলিফ নুর কাহারোল উপজেলার মুশিদপুর এছাড়পাড়া গ্রামের আলমগীরের কন্যা। অপরদিকে নিখোজ শিশু রুকাইয়া ওই এলাকার রাজ্জাক হোসেনের কন্যা।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে নদীতে চার শিশু একসাথে গোসল করতে নামে। এ সময় রুকাইয়া ও আলিফ পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ২টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রুকাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে অপর শিশু আলিফ নুর এখনও নিখোঁজ রয়েছে। সন্ধ্যা ৬টা এ রিপোর্ট লিখা প্রর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল।


স্থানীয় বাসিন্দা বিরেন রায় বলেন, নদীতে গোসল করতে নেমেছিল চার শিশু। কিন্তু তাদের দুইজনের সাঁতার জানা ছিল না। সম্ভবত গভীরতার কারণে দুইজন পানিতে তলিয়ে যায়। আরেকজন স্থানীয় গুলজার হোসেন জানান, আমরা দ্রুত ফায়ার সার্ভিস জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান শুরু করে। আশা করছি অপর শিশুটিকেও উদ্ধার করা সম্ভব হবে।


এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com