
পঞ্চগড়ের বোদায় দুটি খাদ্যদ্রব্য উপৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোদা উপজেলার নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় অভিযানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল অংশ নেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী ও বিএসটিআই অনুমোদন না থাকায় বোদা পৌর সদরের দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল মালিককে ১০ হাজার টাকা ও চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারীর মালিককে ২০ হাজার জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স গ্রহনের পর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, নিদৃস্ট অভিযোগের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উপৎপাদন করা হচ্ছিল এবং তাদের বিএসটিআই ও পবিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নেই। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]