
সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। বাংলাদেশের ইনিংস চলাকালীন দুই দফায় বৃষ্টির কারণে পূর্ণ ২০ ওভার খেলা সম্ভব হয়নি। ডিএল মেথডে ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফলস্বরূপ ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস করেন ৪৬ বলে ৭৩ রান। এ ছাড়া নুরুল হাসান সোহান ১১ বলে ২২ ও জাকের আলি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন লিটন দাস ও সাইফ হাসান। তবে সাইফ ৮ বলে ১২ রান করে ফেরেন। অন্য প্রান্তে ঝোড়ো ব্যাটিং করেন লিটন। তিনি ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। তবে মাঝের ওভারে তাওহিদ হৃদয় (১৪ বলে ৯) ও শামিম হোসেন (১৯ বলে ২১) সুবিধা করতে পারেননি।
প্রথম দুটি ম্যাচেই নেদারল্যান্ডস বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ফলে সহজ জয় পায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পেলেও তা শেষ পর্যন্ত বৃষ্টিতে থেমে যায়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]