
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর সাম্প্রতিক হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
৩ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৫টার দিকে তারা নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এতে পল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।
গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ নেতা আবু হানিফ জানান, তারা বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ করেছেন।
তিনি বলেন, 'সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।'
গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের মারধরে নুর মাথায় আঘাত পান, তার চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]