মোংলায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
মোংলায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হয়ে র‍্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।


এতে নেতৃত্ব দেন বিএনপির পৌর বিএনপির সভাপতি আলহাজ মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম রহমান জনি ও পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম।


দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকে পৌর বিএনপির নেতা-কর্মীরা।


পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‌্যালিতে পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।


এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।


সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com