লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাত আসামির জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। তবে শুনানির ঠিক আগ মুহূর্তে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


৩ সেপ্টেম্বর, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে তাদের জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির আগে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের এজলাসে উপস্থিত হন। শুনানির এক পর্যায়ে লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ২৯ আগস্ট থেকে কারাগারে আছেন লতিফ সিদ্দিকী।


জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম।


লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, লতিফ সিদ্দিকী প্রথমে ওকালতনামায় সই করতে চাননি। পরে জেড আই খান পান্নার ওকালতনামা দেখে সই করেন।


তিনি আরও জানান, লতিফ সিদ্দিকী একজন বয়স্ক ও অসুস্থ মানুষ। আজ তার অসুস্থতার বিষয়ে মেডিকেল রিপোর্ট দেখিয়ে জামিনের জন্য শুনানি করার কথা ছিল। কিন্তু শুনানির আগে সঠিক সময় পরিবার মেডিকেল রিপোর্ট সরবরাহ করতে পারেনি। এজন্য তার জামিনের আবেদন প্রত্যাহার করা হয়েছে।


রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, গত শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার কারণেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই সন্ত্রাসীরা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। তারা ফ্যাসিস্ট হাসিনাকে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছেন। লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছেন। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে।


তিনি আরও বলেন, গত শুক্রবার লতিফ সিদ্দিকীকে আদালতে আনা হলে তিনি বলেছিলেন, আদালতের প্রতি তার আস্থা নেই। আজকে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন। আসামিপক্ষ বুঝতে পেরেছিলেন রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের কঠোর বিরোধিতা করা হবে। এজন্য তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন টেকব্যাক (প্রত্যাহার) করে নেন।


এর আগে, শুক্রবার এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com