
কুড়িগ্রামের ফুলবাড়িতে র্যাব-১৩ অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হক উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
র্যাব-১৩ জানায়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িতে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়।এসময় ব্যবসায়ী মোঃ একরামুল হক (৪৪) এর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একরামুলকে আটক করে র্যাব-১৩
রংপুর র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আইনি প্রক্রিয়া শেষে মাদকব ব্যবসায়ী মোঃ একরামুল হককে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]