
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসিধা ইউপি’র দগরীসার কামাল হোসেন এর ফসলী জমিতে ১ টি দেশীয় পাইপগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সংবাদ পেয়ে র্যাব-৯ এর আভিযানিক দল আনুমানিক রাত ১২:৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে উক্ত জায়গায় খোঁজাখুঁজি করে ফসলী জমির পাশে ১ টি দেশীয় তৈরি পাইপগান, ২ টি শটগানের গুলি এবং ১ টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামতসমূহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]