ব্যক্তিগত স্বার্থে মুক্তিযোদ্ধা সংসদ দখলের প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪০
ব্যক্তিগত স্বার্থে মুক্তিযোদ্ধা সংসদ দখলের প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যক্তিগত স্বার্থে মুক্তিযোদ্ধা সংসদ দখল বা দখলের প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ভোলা জেলা সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী।


৩ সেপ্টেম্বর, বুধবার এক বিবৃতিতে সুশাসনের জন্য নাগরিক- সুজন ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লা চৌধুরী বলেন, দেশের বিভিন্ন জায়গায় কতিপয় ব্যক্তি বিগত বছরের ৫ আগস্ট এর পর ব্যক্তিগত স্বার্থে উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ দখল করেছে বা কোথাও কোথাও দখলের চেষ্টা করছে।


বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের সময় ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদে আধিপত্যকারীরা ৫ আগস্টের পর মুক্তিযোদ্ধা সংসদ ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। তখন জনৈক মাহফুজ মিয়ার নেতৃত্বে একটি গ্রুপ জেলা মুক্তিযোদ্ধা সংসদ দখল করে বসে। দখলদারদের মধ্যে অধিকাংশ ছিল অমুক্তিযোদ্ধা। স্বৈরাচারের দোসররা যেভাবে প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের নামে আসা বিভিন্ন সুযোগ সুবিধার সিংহভাগ লুটপাট করত মাহফুজের নেতৃত্বে আসা গ্রুপটি একইভাবে চলছিল। ফলে সাধারণ মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দখলদার কমিটি বাতিল করে যাচাই বাছাই করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ গঠন করার প্রক্রিয়া শুরু করে। তারা ভোলা জেলা সংসদের জন্য মনোনয়ন দেন ৭১ এর রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার ও সিদ্দিকুর রহমানকে। সিরাজ ও সিদ্দিকুর রহমান সর্বমোহলের কাছে গ্রহণযোগ্য। কিছু ভোগবাদী লুটেরা এটি মেনে নিতে পারিনি। তারা সিরাজ সিদ্দিক নেতৃত্বাধীন কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বৈরাচারের দোসর বানাবার চেষ্টা করে নিজেরাই সংসদ দখলের চেষ্টায় দৌড়ঝাঁপ দিয়ে চলছে। যারা দৌড় ঝাঁপ দিচ্ছে তাদেরকে ইতিমধ্যেই ভোলার মানুষ চিনে ফেলেছে।


বিবৃতিতে আরো বলা হয়, ভোলাবাসী আশা করে সিরাজ সিদ্দিক নেতৃত্বাধীন কমিটি মুক্তিযোদ্ধাদের পক্ষে চলমান দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এবং বিগত দিনে দুর্নীতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নামে আসা লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে তাদের বিরুদ্ধে এই কমিটি ব্যবস্থা নেবে এমনটাই আমাদের আশা।


বিবার্তা/রিয়াজ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com