
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার র্যাব।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জেলার কসবায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছামাত্রই এক মাদককারবারি বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক হয়। তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিতে জিজ্ঞাসা করলে তার বসত বাড়িতে আরও মাদক থাকার কথা স্বীকার করে পরে রাত ১০ টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরও ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মো. হাসান (২৪), পিতা- মইনুল ইসলাম, দেউস, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিসহ জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। চলমান এ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]