
বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় তানভির আহম্মেদ মোল্লা (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভির শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে।
নিহতদের স্বজনরা জানায়, বেলা সাড়ে ১২ দিকে শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]