বাকৃবিতে ‘রেড মার্চ ফর জাস্টিস’: মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের মৌন মিছিল
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০২
বাকৃবিতে ‘রেড মার্চ ফর জাস্টিস’: মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের মৌন মিছিল
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনসংলগ্ন আমতলায় প্রেসব্রিফিং করেন তারা। এরপর মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা।


প্রেসব্রিফিংয়ে পশুপালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও প্রশাসন ও শিক্ষকরা নীরব থেকেছেন, যা শিক্ষার্থীদের ব্যথিত করেছে।” তিনি জানান, শিক্ষকদের সঙ্গে আলোচনায় ছয় দফা দাবি উত্থাপন করা হয় এবং হল বন্ধের নোটিশ প্রত্যাহার ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। উপাচার্য স্বাক্ষরিত লিখিত নথি দেওয়ার আশ্বাস মিললেও তা এখনও হাতে আসেনি।


পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন করিডোর থেকে মৌন মিছিল শুরু করেন। মিছিলটি করিডোর প্রদক্ষিণ করে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা মাথার কাপড় খুলে চোখে বেঁধে নেন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলার ঘটনায় প্রশাসন অন্ধের মতো আচরণ করছে।


অবস্থান কর্মসূচিতে পশুপালন অনুষদের শিক্ষার্থী মীরা বলেন, আমাদের চোখ এখন যেমন বন্ধ, তেমনই আমাদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের চোখও বন্ধ। তারা আমাদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন না। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের অবস্থান বোঝালাম। সেইসাথে আমরা হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদেরকে গতকাল টেকনিক্যাল ডকুমেন্ট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা তা জমা না দেওয়ায় সিন্ডিকেট সভা করা সম্ভব হয়নি। সভা আয়োজনের জন্য নির্দিষ্ট লিখিত শর্ত জরুরি। শিক্ষার্থীরা লিখিত প্রস্তাব দিলে আমরা আলোচনায় বসে সিন্ডিকেট সভার আয়োজন করতে পারব।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com