
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পাহাড়িয়াপল্লী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আদিবাসীদের সুরক্ষায় কর্মরত সংগঠনগুলোর প্রতিনিধিরা এই মানববন্ধনের আয়োজন করেন।
রাজশাহী রেস্টুরেন্টমানববন্ধনে বক্তারা জানান, ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায়ের ২০টি পরিবার বংশপরম্পরায় ওই পল্লীতে বসবাস করছে। হঠাৎ করে একটি ভূমিদস্যু চক্র দাবি করছে, এই জমি তাদের মালিকানাধীন। এটি পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
বক্তারা আরও বলেন, যে দলিল দেখিয়ে পাহাড়িয়াদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া। প্রকৃত দলিলপত্রে প্রমাণ রয়েছে- এই জমির মালিক পাহাড়িয়া পরিবারগুলোই।
এ সময় তারা পাহাড়িয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে গেছে। স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে যে, কাউকে জোরপূর্বক উচ্ছেদ করতে দেওয়া হবে না।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]