রাজশাহীর
নওহাটা পৌরসভায় ৯৬৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮
নওহাটা পৌরসভায় ৯৬৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবা উপজেলার নওহাটা পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৯৬৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নওহাটা সাহাপাড়া মোড়ে এ কাজের উদ্বোধন করেন নওহাটা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।


এসময় তিনি বলেন, নওহাটার নাগরিকদের জন্য উন্নত সেবা ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে আমরা কাজ করছি। জলাবদ্ধতা নিরসন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং সুগম যাতায়াতের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের মান নিশ্চিত করা হবে এবং সময়মতো শেষ করতে আমরা তদারকি করব।”


পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটায় একটি প্যাকেজে তিনটি আরসিসি রাস্তা এবং দুটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এ প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৯৯১ টাকা। এই প্যাকেজের আওতায় নওহাটার ১ নম্বর ওয়ার্ডের জালালের রাইস মিল হতে সাহাপাড়া মোড় হয়ে বারনই নদী পর্যন্ত ৯৬৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। ড্রেনটির প্রস্থ ও গভীরতা এমনভাবে তৈরি হবে যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয়ে যায় এবং জলাবদ্ধতা আর না থাকে।


স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নওহাটার এই এলাকায় বৃষ্টির সময় পানি জমে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। আরসিসি ড্রেন নির্মাণ হলে এ সমস্যা সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে। এছাড়া এই প্যাকেজের মাধ্যমে নওহাটার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার কাঠামোয় উন্নীত করা হবে। এতে নওহাটা পৌর এলাকার যান চলাচল সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ আজমী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com