ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।


বুধবার বিকেল থেকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষে চলে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে বলে প্রাথমকিভাবে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিলো। এ লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সরাইল হাসপাতাল মোড় এলাকায় সমবেত হতে থাকে। এ সময় উচালিয়া পাড়া গ্রামের মোশাররফের সাথে থাকা এক যুবকের সাথে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাটাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে। এ নিয়ে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৪০ জন আহত হয়।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার মূল কারণ উদাঘটন সহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com