
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচির আওতায় বসত বাড়ির আঙ্গিনায় ফলজ ও সবজি চাষে উদ্বুদ্ধ করতে গ্রাহকদের মাঝে গাছের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সেতু এনজিও'র উদ্যোগে শহরের আদর্শ পাড়ার সরদার নিবাসের শাখা অফিসে এই চারা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
সেতু'র শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার অরুন কুমার হালদার, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ রাশেদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এসএম রায়হান উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে সেতুর সেবা গ্রহীতা ২৫ জন গ্রাহকের মাঝে আমের চারা ও বিভিন্ন প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়।
এসময় সেতু এনজিও কর্মরত বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]