পঞ্চগড়ে
চানাচুরের ২ কারখানায় সেনাবাহিনীর অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭
চানাচুরের ২ কারখানায় সেনাবাহিনীর অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরীর দুইটি কারখানায় অভিযান পরিচালনা করেন পঞ্চগড়ে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ এর নেতৃত্বে একটি টিম।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলকায় বাবু চানাচুর কারখানা ও পঞ্চগড় পৌরভার জালাসী এলাকায় সারায়োর চানাচুর কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।


এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।


সেনাবাহিনীর অভিযানে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করে আসছিলেন বাবু চানাচুর নামে একটি প্রতিষ্ঠান। চানাচুর তৈরিতে তারা পোকামাকড় যুক্ত বাদাম, মানহীন মরিচের গুড়া সহ নানা নোংরা উপকরণ ব্যবহার করছিল। সেনাবাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় চানাচুর কারখানাটির ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।


পরে পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায় একই অভিযোগে সারোয়ার চানাচুর কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চানাচুর কারখানাটি থেকে ৫০ কেজি চানাচুর জব্দ করা হয়। পরে তা ধ্বংস করে ফেলা হয়।


অভিযানে এসময় সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, চানাচুর কারখানা দুইটিতে স্বাস্থ্যকর পরিবেশে তারা চানাচুর তৈরি করছিল। তাদের তেলের মান ছিল খুবই নোংরা। চারদিকে স্যাঁতসেতে পরিবেশ ছিল। যেখানে সেখানে চানাচুর ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করেছি। একই সাথে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com