
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে রফিকুল ইসলাম ডুবু (৭৪) হত্যাকাণ্ডের প্রধান আসামি আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাড়িভাসা ইউনিয়নের সাহবে বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়৷ আটক আরমান ইসলাম আমজাদ টুনির হাট প্রধানপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র৷
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর থানার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে একটি কাঠের 'স' মিলের বারান্দায় রফিকুল ইসলাম ডুবু নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি আরমান ইসলাম আমজাদকে হাড়িভাসা ইউনিয়নের সাহবে থেকে আটক করা হয়৷
পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করে আটক আমজাদ জানায়, ঘটনার দিন রাতে টুনিরহাট বাজারের বিআরটিসি কাউন্টারের পাশে একটি পরিত্যাক্ত কাঠের 'স' মিলের বারান্দায় বসে তারা দু' জনেই তাস (রামী) খেলছিল।
খেলায় টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে নিহত রফিকুল ইসলাম আটক আমজাদের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ক্ষিপ্ত হয়ে সে অস্ত্রটি কেড়ে নিয়ে রফিকুলের গলায় আঘাত করে এবং পরে তাকে জবাই করে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]