রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এআই ফর নেক্সটজেন লিডারস্ সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এআই ফর নেক্সটজেন লিডারস্ সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে এআই ফর নেক্সটজেন লিডারস্ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে অংশগ্রহণ করে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ করা এবং এআই কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনছে বা আনতে পারে তা জানানো।


উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের প্রধান হাজেরা খাতুন এবং কি নোট স্পিকার হিসেবে ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইমদাদুল ইসলাম।


সেমিনারে তথ্যগত বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি তিনি বাস্তবভিত্তিক উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের এআই ব্যবহারের প্রয়োজনীয়তা এবং লিংকডইন তৈরির কৌশল সম্পর্কেও ধারনা দেন। ইমদাদুল ইসলাম বলেন, প্রায় ৮৫ মিলিয়ন জব এআই নিচ্ছে এবং ৯৭ মিলিয়ন জব অপরচুনিটি দিয়েছে। শুধু জব প্যাটার্ন পরিবর্তন হয়েছে।


দ্বিতীয় সেশনে মুক্ত প্রশ্নোত্তের পর্ব রাখা হয় যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশ্নগুলো করেন এবং পরবর্তীতে সেগুলোর উত্তর প্রদান করা হয়। সবশেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com