রাজশাহীর
গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৪
গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোদাগাড়ী উপজেলার সদরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।


সংঘর্ষে শরীফ উদ্দীন গ্রুপের ৭ জন নেতাকর্মী আহত হন। তারা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সস্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা এবং পৌর যুবদলের আহবায়ক মাহববুবুর রহমান বিপ্লব।


উভয়পক্ষের নেতাকর্মীরা জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপই গোদাগাড়ী উপজেলা সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছিল। বিকেল চারটার দিকে দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ফলে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপি এ সংঘর্ষ চলে। ফলে হতাহতের ঘটনা ঘটে। এসময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশের জন্য তিন তারিখে অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নিই। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গ-গোলের সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় গোদাগাড়ী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ন্বাভাবিক রাখতে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।


গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থল এবং আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com