মোংলায় ৩১ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
মোংলায় ৩১ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশ নেন।


টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সোমবার থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্ভুদ্ধকরণ সভা করে আসছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।


ডাঃ মোঃ শাহীন বলেন, টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে।


এতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। তিনি আরো বলেন, পৌরসভা ও উপজেলার ৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com