
জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান। তিনি বলেন, ড. ইউনূস বলেছেন, নির্বাচন হবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে। যেসব মানুষ এখনও জীবনে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য এই নির্বাচন হবে ভালো অভিজ্ঞতা।
যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদেরও নির্বাচনটি আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে, “আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।”
ড. ইউনূস আরও বলেন, যারা অন্তর্ভুক্ত সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা বিভিন্ন উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে, এবং সামনে আরও দেখা যাবে।
এজন্য সকলকে আরও সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য নির্বাচন সম্পন্ন করা এবং তা ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজন করা।
বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতারা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]