রাজশাহীতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৫, ২২:১৯
রাজশাহীতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মে দিবস পালিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১ মে, বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে।


দিবসটি উপলক্ষে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পুঠিয়া উপজেলা দোকান কর্মচারি ট্রেড ইউনিয়নের উদ্যাগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় বানেশ্বর ট্রাফিক মোড় থেকে একটি র‍্যালি তৈল পাম্প হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে এসে শেষ করে একটি পথসভায় মিলিত হয়।


এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ডালিম, পুঠিয়া উপজেলা সেক্রেটারি মোঃ ফজলুর রহমান, বানেশ্বর ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


র‍্যালিতে সভাপতি তার বক্তব্যে দাবি করে বলেন পুঠিয়া উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নে ১১৪ জন সদস্য নিয়ে গঠিত। এই উপজেলায় একটি অফিস জরুরিভাবে দরকার তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সরকারি প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের মাঝে বিভিন্ন রকমের অনুদান সরবরাহ করার জন্য অনুরোধ করেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com