
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল।
বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরী গ্রামের (মন্ডলপাড়া) সালাম মোল্লার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরী গ্রামের সালাম মোল্লার বসত ঘরের বৈদ্যুতিক তার শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন সারা বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। ততোক্ষণে ঘরের ভিতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার পুড়ে যায়। পরে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে সালামের বসতবাড়িসহ আশপাশের বাড়ি গুলোকে বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয়ছে। তবে আমরা খবর পেয়ে ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধারসহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
বিবার্তা/হাবিবুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]