
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস এ দিন।
মহান মে দিবস উপলক্ষ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নম্বর-৪৩১৮) ব্যানারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
১ মে, বৃহস্পতিবার বেলা ১১টায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
শোভাযাত্রায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মো. এনায়েত হোসেন, মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, শেখ আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, শ্রমিকদল নেতা কামাল হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার, মো. জাফর মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান বকুল, মাহাবুব হাসান সজীব, খন্দকার শামীম, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন, জুয়েল, সাদমান পাপ্পু প্রমুখ।
অন্যান্যের মধ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইকবাল শেখসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজ করার দাবি আদায়ে রাজপথে নেমে আসে। পুলিশের গুলিতে ১১ জন প্রাণ হারায়। পরে তাদের রক্তের বিনিময়ে এ দাবি মেনে নেওয়া হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে প্রতীক হিসেবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
বিবার্তা/মিলু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]