সিকৃবিতে নির্মাণ কাজ শেষের আগেই ভেঙে গেল ড্রেনের প্রাচীর
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৪:৫০
সিকৃবিতে নির্মাণ কাজ শেষের আগেই ভেঙে গেল ড্রেনের প্রাচীর
সিকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে( সিকৃবি) ১৪ লাক্ষ টাকা ব্যয়ে ফিসারিজ অনুষদের আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেল ড্রেনের প্রাচীর। এতে কাজের নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।


সরজমিনে দেখা যায়, ফিসারিজ অনুষদে বিছনের আরসিসি ড্রেন ভেঙ্গে হেলে পরেছে। হেলে পড়া ড্রেন ভেঙ্গে ফেলা হচ্ছে।


বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় নিম্নমানের কাজের ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ড্রেন ভেঙ্গে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে মনে করেন সংশ্লিষ্টরা।


ফিসারিজ অনুষদে ছাত্রছাত্রীরা কাজের নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাইয়ের জন্য কথাও বলেন।


চৌধুরী এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিঠান কাজ পেলেও অদৃশ্য শক্তির প্রভাবে কাজ করছে বালুচর একাট এনামুনল।


কাজের মান ও ড্রেনের কাঠামো ভেঙে পড়ার বিষয়ে জানতে চাইলে এনামুল বলেন, ‘নিয়ম মেনেই কাজ করা হয়েছে। কাজের মানে কোনো ত্রুটি হয়নি।এটা প্লানিং এ ভুলছিল।লোড ক্লালকুলেসনে ভুল ছিল। ৭ ফিট উচ্চতার ড্রেনে এখানে ৩ মিলি রডের একটা জালি ব্যবহার করা হয়েছে কিন্তু ডাবল জালি ব্যবহারের কথা ছিল এবং টানা ও কলম ব্যবহার করা হয়নি। যে কারণে এটা ভেঙ্গে পরছে। বৃষ্টির কারণে মাটির চাপে অনাকাঙ্ক্ষিতভাবে ড্রেন ভেঙে পড়েছে। ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার বলেন আমার কাজ প্লানিং মত ঠিক আছে আমি কোথা থেকে ক্ষতিপূরণ দিবো।


ড্রেনের কাজের তত্ত্বাবধানে থাকা ইন্জিনিয়ার মো:আব্দুল আল মাহমুদ বলেন,লোড সঠিকভাবে হিসাব করে যতটুকু রড দেওয়া প্রয়োজন তাই দেওয়া হয়েছে।


কাজের মানের প্রশ্নে উঠলে কৌশলে এ রিয়ে গিয়ে বলেন চোখের দেখায় মান ত বুঝা যাবে না তবে কিউরিং সঠিক ভাবে না করেই মাটি চাপা দেওয়ার কারণে ড্রেন ভেঙ্গে পরেছে।


বিবার্তা/রায়হানুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com