অবসরের বিষয়ে যা বললেন উসমান দেম্বেলে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২১:০৫
অবসরের বিষয়ে যা বললেন উসমান দেম্বেলে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনজুরির কারণে ১৬০ মিলিয়ন ইউরোর উসমান দেম্বেলে বার্সেলোনার জার্সিতে প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ছয় মৌসুমে ১৮৫ ম্যাচে করেছেন ৪০ গোল। পিএসজি’তেও ধারাবাহিক নন তিনি। চলতি মৌসুমে ৫৫ ম্যাচে ফ্রান্স তারকার গোল সংখ্যা ১১ টি ।


এরই মাঝে জানালেন কবে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন তিনি। এমনকি অবসরের পর কী করবেন তাও জানিয়ে দিয়েছেন।


রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে এক আলাপে ফ্রান্স ফরোয়ার্ড বলেন, ‘আমি ৩৪ বছর বয়সে অবসর নিতে চাই। এরপর আমি আফ্রিকা ও ফ্রান্সে প্রোপার্টির (জমি ও সম্পত্তি) ব্যবসা করতে চাই।’


উসমান দেম্বেলের বর্তমান বয়স ২৭ বছর। ওই হিসেবে আরও সাত বছর তিনি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে চান। বর্তমান সময়ে রোনালদো, মেসি, মদ্রিচরা ৩৭-৩৮ বছর পেরিয়ে দাপটের সঙ্গে ফুটবল খেলছেন সেখানে ৩৪ বছর কমই মনে হচ্ছে।]


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com