বড় লক্ষ্যে ইংল্যান্ডকে হারিয়ে উইন্ডিজের সান্তনা’র জয়
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৭
বড় লক্ষ্যে ইংল্যান্ডকে হারিয়ে উইন্ডিজের সান্তনা’র জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের দেওয়া ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ৬ বল হাতে রেখে ৫ উইকেটে।


এদিন দুই দল মিলে ছক্কা মেরেছে সমান ১৬টি করে। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।


আগে ব্যাট করা ইংল্যান্ডের বড় সংগ্রহের পেছনে অবদান রেখেছেন ওপেনাররা। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪। ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস। ৩২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন চারে নামা জ্যাকব বেথেল।


এছাড়া অধিনায়ক বাটলার ২৩ বলে ৩৮ এবং স্যাম কারান ১৩ বলে ২৪ রান করেন। ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৮ রান। বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোটি দুটি উইকেট নেন।


জবাবে এভিন লুইস ও শাই হোপের ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ৫৫ বলে ১৩৬ রান তুলে ফেলে উইন্ডিজ। সাতটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৬৮ রান করেন লুইস। আর হোপ তিনটি ছক্কা ও সাতটি চারে করেন ২৪ বলে ৫৪ রান।


এরপর নিকোলাস পুরান ০, শিমরন হেটমায়ার ৭ এবং অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৮ করে আউট হন। ষষ্ঠ উইকেটে শেরফানে রাদারফোর্ড ১৭ বলে ২৯ ও রোস্টন চেস ৮ বলে ৯ রানে অপরাজিত থেকে ছয় বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেন।


ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে লেগ স্পিনার রেহান আহমেদ তিন উইকেট নেন। হাফ সেঞ্চুরি করা শাই হোপ হন ম্যাচসেরা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com