রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১১:০০
রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। যেখানে সফরকারীদের ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিন আরেকটি দারুণ কীর্তি গড়েছেন তিনি।


শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এস্তাদিও দো স্টেডিয়ামে পোল্যান্ডকে আতিথেয়তা দেয় পর্তুগাল। কিন্তু এই ম্যাচে পিঠের ইনজুরির কারণে পর্তুগালের বিপক্ষে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওভানডস্কি। যার ফলে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদোরা।


এই জয় দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেন রোনালদো। পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন ১৩২টি। ছাড়িয়ে গেলেন তিনি দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে।


স্পেনের হয়ে ২০২১ সালে সবশেষ মাঠে নামা ডিফেন্ডারের ক্যারিয়ার থেমেছে ১৩১ জয় নিয়ে। ১২১ জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকের কাসিয়াস। এ ছাড়াও জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনালদোর।


এদিন সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন রাফায়েল লিও। এতে পর্তুগাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর পোল্যান্ডের জ্যাকব কিউওর হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্তর দেন রেফারি।


শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে পর্তুগাল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে নেটো পেদ্রোর গোল ও ৮৭ মিনিটে রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে পোল্যান্ডের জাল কাঁপলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।


নেশন্স লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ গোল করলেন রোনালদো। ৮৮ মিনিটে পোল্যান্ডের স্বান্তনার গোল করেন ডমিনিক ডমিনিক মার্কযুক। এতে ৫-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।


গ্রুপ পর্বের ৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com