
এগিয়ে থেকেও ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দেখা পেল না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। এর মধ্যে আবার পেনাল্টি মিস করে দলকে হতাশায়ও ডুবিয়েছেন ক্লাবে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র।
সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।
ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও ভেনেজুয়েলা লড়েছে সমানে সমানে। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সা তারকা।
কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।
ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস। বাঁ দিকের পোস্টে তার শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো।
শেষ দিকে (৮৯ মিনিটে) ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস। কিন্তু এরপর যোগ করা সময় মিলিয়ে প্রায় ১০ মিনিট খেলা চললেও ১০ জনের দলকে হারাতে পারেনি ব্রাজিল। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের তৃতীয় সেরা দল ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ভেনেজুয়েলার। অন্যদিকে আর্জেন্টিনা ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]