দাবাড়ু জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:০৯
দাবাড়ু জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গত ৫ জুলাই মৃত্যুবরণ করেন। এতে বিপাকে পড়ে তার পরিবার। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন ক্রিকেটার তামিম ইকবাল।


জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জিয়ার স্ত্রী লাবণ্য।


তিনি বলেন, তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, এটা তোমার বাবার জন্য কিছুই না।


তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।


তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ বিষয়ে তিনি বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।


জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com