ঘরের মাঠে প্রথম ম্যাচে সফরকারী মালদ্বীপের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলি ফাসির।
১৩ নভেম্বর, বুধবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। কিন্তু সপ্তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন মোহাম্মদ হৃদয়। ১৮তম মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে স্বাগতিকদের জালে বল পাঠায় মালদ্বীপ ফরোয়ার্ড আলি ফাসির।
তপুরা নিজেদের বক্সের কাছে ফাউল করলে ফ্রি কিক পায় সফরকারীরা। দুর্দান্ত ফ্রি কিকের বল মাথা ঠেকিয়ে বল জালে পাঠান আলি ফাসির। দাঁড়িয়ে থাকা কিছুই করার ছিল না গোলরক্ষক মিতুল মারমার। এদিন জিকোকে বাদ দিয়ে মূল একাদশে মিতুলকে জায়গা দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
এরপর বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল মোরসালিন-রাকিবরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বল জালে পাঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মালদ্বীপও রক্ষণে মনোযোগী হয়ে ওঠে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তপু-হৃদয়রা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মাঠে গোল শোধ করতে মরিয়া ওঠে স্বাগতিকরা। একের পর এক আক্রমণের চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষে বক্সের কাছে গিয়ে বার বার ব্যর্থ হয়েছেন মোরসালিন-রাকিবরা।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৭ মিনিট পায় বাংলাদেশ। পুরো সময়টায় গোল করতে আক্রমণের মহড়া চালায় বাংলাদেশ। কিন্তু একের পর এক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]