শিরোনাম
ট্রাম্প বেশ চালাক : পুতিন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৫
ট্রাম্প বেশ চালাক : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ বুদ্ধিমান মানুষ। তিনি দ্রুত তার দায়-দায়িত্ব বুঝতে সক্ষম হবেন এবং সে অনুযায়ী কাজ করবেন।


রবিবার রুশ টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।


পুতিন বলেন, ট্রাম্প ব্যবসাক্ষেত্রে সফল হয়েছেন, এতেই প্রমাণ হয় তিনি কুশলী ও বুদ্ধিমান ব্যক্তি। যেহেতু তিনি বুদ্ধিমান, তাই তিনি দ্রুতই নতুন দায়িত্ব পুরোপুরি আয়ত্ত করতে পারবেন।


পুতিন গত বৃহস্পতিবারও ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত বলে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।


জাতির উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে তিনি বলেন, সমতা ও পারস্পরিক স্বার্থের জায়গা থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা ও উন্নতির দিকে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।


ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুর্নজীবিত করতে ট্রাম্প সহায়তা করবেন বলে তিনি আশা করেন।


এদিকে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়া ও পুতিনের প্রশংসা করেছিলেন।


রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের শীতল সম্পর্কের বিষয়ে পুতিন বলেন, পরিস্থিতি এখন বদলাচ্ছে। আমি মনে করি, এটা আর গোপনীয় বিষয় নয়। প্রত্যেকেই এটা দেখছে যে, আমাদের অনেক সহযোগী রাষ্ট্র আন্তর্জাতিক নীতি-আইন মেনে চলতে পছন্দ করছে। কারণ বিশ্বের ক্ষমতার ভারসাম্য দ্রুত পুনরধিষ্ঠিত হচ্ছে।


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com