শিরোনাম
বিলবোর্ডে বিজ্ঞাপনের বদলে পর্ন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১০:২৬
বিলবোর্ডে বিজ্ঞাপনের বদলে পর্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শপিংমলের সামনে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে হঠাৎই চলতে শুরু করে পর্ন। চীনের নিঙ্গবো স্কয়ার শপিংমলে এ কাণ্ড ঘটে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

 

স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, বিজ্ঞাপন চালানোর দায়িত্বে থাকা কর্মচারীর কম্পিউটারে সেভ করা ছিল পর্নটি। ভুল করে বিজ্ঞাপন চালানোর বদলে সেই পর্ন চালিয়ে দেন তিনি। বহুপ্রদেশে একসঙ্গে চলতে থাকে ওই ভিডিও। স্বভাবতই প্রথমে চমকে গেলেও পরে হাঁসিতে ফেটে পড়েন অনেকে।

 

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিজ্ঞাপন চালানোর দায়িত্বে থাকা ওই কর্মচারীকে। নিঙ্গবো স্কয়ার শপিংমলের পক্ষ থেকেও গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। বলা হয়, এটি একটি দুর্ঘটনা মাত্র। সূত্র: স্কুপনেস্ট

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com