গত বছর ভারতে প্রথম কোনো হিজড়া বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি একটি সরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছিলেন। মানবী বন্দ্যোপাধ্যায় নামের সেই তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবার প্রিন্সিপালের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। পদত্যাগের পর বলেছেন, তিনি ‘হেরে গেছেন’।
মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কলেজটিতে ১৮ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছাড়তে তিনি বাধ্য হয়েছেন, কারণ সেখানে তার পরিচয় নিয়ে তাকে অনবরত হয়রানি সহ্য করতে হয়েছে।
তিনি কলেজের দুজন অধ্যাপকের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে মামলা করেছেন। কিন্তু ৫১ বছর বয়স্ক ড: মানবী বন্দ্যোপাধ্যায় কেন চাকরি ছেড়েছেন তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
কলেজের শিক্ষকরা বলছেন, তারা তার প্রশাসনিক নিয়মনীতির বিরোধিতা করেছিলেন। তিনি নারী না পুরুষ সেটা তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিল না।
তার নিয়োগের সময় ডঃ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই কলেজে প্রিন্সিপাল হিসাবে তার নিয়োগ ‘অজ্ঞতার বিরুদ্ধে একটা বিজয়’।
পদত্যাগের পর মানবী বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশ কিছু শিক্ষার্থী এবং শিক্ষক তার সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন এর কারণ ‘তিনি ট্রান্সজেন্ডার’। সূত্র : বিবিসি
বিবার্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]