শিরোনাম
ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১২:৪৭
ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাক-ভারত সীমান্তে ফের গোলাগুলি শুরু হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সেনাদের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় বিএসএফ। তারপর থেকেই শুরু হয় গুলির লড়াই।


ভারতের প্রতিরক্ষা দফতরের জনসংযোগ কর্মকর্তা মনীশ মেহতা জানান, ভোরের দিকে কাশ্মীরের নৌসেরা এলাকার তিনটি স্থানে গুলি চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। অবশ্য ঘণ্টা খানেক ধরে চলা এ গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকা জুড়ে তল্লাশি চলছে।


ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোনো ধরনের প্রোরচনা ছাড়াই জম্মুর রাজৌরির নৌসেনা সেক্টরে গুলি চালায় পাকিস্তান। পাকিস্তানে ভারতের কথিত সার্জিক্যাল অ্যাটাকের পর এই নিয়ে ছয়বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালানোর দাবি করে ভারত।


অন্যদিকে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে জম্মু-কাশ্মীরে যে অচলাবস্থা চলছিল তা এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের জুলাই মাসের গোড়ার দিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় বুরহান। সেই ঘটনার জেরে উত্তপ্ত হয়েছিল কাশ্মীর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com