শিরোনাম
বিশ্বে খাদ্যশস্যের বাম্পার ফলনের পূর্বাভাস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১২:১৬
বিশ্বে খাদ্যশস্যের বাম্পার ফলনের পূর্বাভাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের নানা প্রান্তে এবার খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। আন্তর্জাতিক শস্য কাউন্সিল (আইজিসি) চলতি বছর বিশ্বে ১০৩ কোটি ৫০ লাখ টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে, যা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ভারতে চলতি বছর ভুট্টার বাম্পার ফলনের পরিপ্রেক্ষিতে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।


অন্যদিকে আন্তর্জাতিক শস্য উৎপাদন সম্পর্কিত বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে গম, ভুট্টাসহ বিভিন্ন খাদ্যশস্যের বাম্পার ফলন হতে পারে। এ কারণে বাজারে পণ্যটির মজুদ এযাবত্কালের মধ্যে সর্বোচ্চে পৌঁছাতে পারে।


আন্তর্জাতিক শস্য কাউন্সিল (আইজিসি) জানিয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে বিশ্বে ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় ৮০ লাখ টন বাড়তে পারে। উৎপাদন বৃদ্ধিতে সামনে থেকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ভারত। গত বছর যুক্তরাষ্ট্রে ৩৭ কোটি ৮৮ লাখ টন ভুট্টা উৎপাদিত হয়েছিল। দেশটিতে চলতি বছর ৩৮ কোটি ২৫ লাখ টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।



একইভাবে গত বছর আর্জেন্টিনায় চার কোটি দুই লাখ টন ভুট্টা উৎপাদিত হয়েছিল। চলতি বছর উৎপাদন হতে পারে চার কোটি ২৫ লাখ টন। ভারতে গত বছর দুই কোটি ৪০ লাখ টন ভুট্টা উৎপাদিত হয়েছিল। এ বছর দেশটিতে উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে চার কোটি ৫০ লাখ টন। আইজিসির পূর্বাভাস-সংবলিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছর বিশ্বে খাদ্যশস্য উৎপাদন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।’


২০১৬-১৭ অর্থবছরে বিশ্বের ৭৪ কোটি ৮০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছে আইজিসি যা গত বছরের চেয়ে প্রায় ১০ লাখ টন বেশি। রাশিয়া ও কাজাখস্তানে চলতি বছর গমের বাম্পার ফলন হয়েছে। এ দুটি দেশসহ আরও কয়েকটি দেশের উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ করে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


২০১৬-১৭ অর্থবছরে বিশ্বে মোট ২০৭ কোটি ৭০ লাখ টন খাদ্যসশ্য উৎপাদন হবে বলে আইজিসির পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে, বছর শেষে বিশ্বজুড়ে মোট ৪৯ কোটি ৮০ লাখ টন খাদ্যশস্যের মজুদ থাকবে, যা গত বছরের একই সময়ের তুলনায় দুই কোটি ৩০ লাখ টন বেশি।


বৈশ্বিক সয়াবিন উৎপাদন বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইজিসির হিসাব অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে বিশ্বে মোট ৩৩ কোটি ২০ লাখ টন সয়াবিন উৎপাদন হবে, যা গত অর্থবছরের তুলনায় ৩০ লাখ টন বেশি।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com