শিরোনাম
বাসিন্দাদের ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ২২:০৭
বাসিন্দাদের ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামরিক অভিযানের মুখে টিকতে না পেরে ইরাকের মসুলে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্থানীয়দের মানববর্ম হিসেবে ব্যবহার করছে। শুক্রবার জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন, তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন, আদেশ মানতে অস্বীকার করায় আইএস দুই শতাধিক লোককে হত্যা করেছে। এছাড়া মসুলের চারপাশে বসবাসরত কয়েক লাখ লোককে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে আইএস।


তিনি বলেন, আইএসের নিচ ও কাপুরুষোচিত এ কৌশলের উদ্দেশ্য হচ্ছে, সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বেসামরিক নাগরিকদের কিছু নির্দিষ্ট এলাকায় ও পয়েন্টে থাকতে বাধ্য করা, যাতে তারা তাদের সামরিক ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তারা কয়েক লাখ নারী, পুরুষ ও শিশুকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com