শিরোনাম
বিমান দুর্ঘটনার শিকার ট্রাম্পের রানিংমেট
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৩:৪৬
বিমান দুর্ঘটনার শিকার ট্রাম্পের রানিংমেট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট মাইক পেন্সের নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার এ দুর্ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

 

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের বরাত দিয়ে বিবিসি জানায়, নিউইয়র্কের লাগুয়ারডিয়া বিমানবন্দরে অবতরণের পর বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়ে থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়ে। সেসময় বিমানে পেন্স ও বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন।

 

বিমানে থাকা সিএনএন’র প্রযোজক ল্যান্ডারস বলেন, বিমানটি অবতরণের পর ছিটকে পড়ে যায়। তবে বিমানের আরোহীদের কারো কোনো ক্ষতি হয়নি। গভর্নর ও অন্যরা নিরাপদ আছেন।

 

 

ঘটনার পরপরই রানওয়ে থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। পেন্সকে অন্যদের সঙ্গে হাত মেলাতে ও ছবি তুলতে দেখা যায়।

 

ঘটনার পর এক টুইটার বার্তায় পেন্স জানান, ‘আমরা সবাই কৃতজ্ঞ। কারণ আমাদের বিমান নিরাপদ আছে। আমাদের সাহায্যের জন্য যারা প্রথম এগিয়ে এসেছেন এবং যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সকলে কাছে আমরা কৃতজ্ঞ। আগামীকাল ফের প্রচারণায় নামব।’

 

ট্রাম্পের নারী মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, দুর্ঘটনার পর গভর্নর পেন্সের সঙ্গে কথা বলেছেন তিনি (ট্রাম্প) এবং বিমানের সবাই নিরাপদ থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি এখন প্রচারণার কাজে ওহাইওতে রয়েছেন।

 

এদিকে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনও এক টুইটার বার্তায় লেখেন, ‘শুনে খুশি হলাম যে মাইক প্রেন্স, তার কর্মী, গোয়েন্দা বাহিনীর কর্মী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন।’ সূত্র: বিবিসি ও রয়টার্স

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com