শিরোনাম
বিয়ের ছবি সোস্যাল মিডিয়ায়, অতঃপর তালাক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:৫২
বিয়ের ছবি সোস্যাল মিডিয়ায়, অতঃপর তালাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ায় বিয়ের মাত্র দুই ঘণ্টার মধ্যেই স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর খবর জানানো হয়।


জানা যায়, বিয়ের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি। বিয়ের পরপরই বান্ধবীদের কাছে ছবি পাঠিয়ে দেন ওই নববধূ।


নববধূর ভাই স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমার বোন ও তার স্বামীর মধ্যে বিয়ের আগে একটি চুক্তি হয়েছিল। তার বোন টুইটার, স্নাপচ্যাট অথবা ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না অথবা ছবি পাঠাবেন না বলে অঙ্গীকার করেছিলেন। বিয়ের চুক্তিতে এটি অন্তর্ভূক্ত করার পর তাদের বিয়ে হয়।


তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু আমার বোন সেই অঙ্গীকার রক্ষা করেনি এবং তার মেয়ে বন্ধুদের সঙ্গে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এরপরই বর তাকে তালাক দেন।


সৌদি আইন বিশেষজ্ঞদের মতে, দেশটির ৫০ শতাংশ বিবাহবিচ্ছেদ ঘটে নবদম্পতিদের মধ্যে।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com