শিরোনাম
চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্তার সাজা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ০৮:৪৫
চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্তার সাজা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। এই তিন বছরে অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে বলেও সরকারি কর্মকর্তারা জানান।


ঘুষগ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন।বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকে আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।


প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক এক দুর্নীতি-বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।


তবে কোন কোন বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন।


বেইজিং-এ বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডনেল বলছেন, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাআলোচনা করা হবে।তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com