শিরোনাম
বাঁচার জন্য ইঁদুরও খেয়েছেন তারা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:২৩
বাঁচার জন্য ইঁদুরও খেয়েছেন তারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি মুক্তি পেয়েছেন সোমালিয়ায় জলদস্যুদের দ্বারা অপহৃত এক দল নাবিক। প্রায় পাঁচ বছর আগে তাদের অপহরণ করা হয়। তাদেরই একজন ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো।

 

বালবেরো তার পাঁচ বছরের বন্দি জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, বন্দি অবস্থায় তাদের খুব সামান্য খাবার দেয়া হতো। দিনশেষে তাদের মনে হতো, মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা। বাঁচার জন্য তারা কখনো কখনো ইঁদুরও খেয়ে ক্ষুধা মিটিয়েছেন।

 

বালবেরো জানান, জলদস্যুরা আমাদের খুবই কম খাবার দিত। যে কারণে আমরা ইঁদুর খেতাম। জঙ্গলে ইঁদুর রান্না করে খেতে হতো আমাদের। আমরা যা পেতাম তাই খেতাম। ক্ষুধা পেলে আপনিও হাতের কাছে যা পাবেন তাই খাবেন।’

 

তিনি বলেন, বনে-জঙ্গলে বেঁচে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। মুক্ত হয়ে এখনো ভাবছেন স্বাভাবিক জীবনে তিনি কবে ফিরতে পারবেন।

 

 

২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। এই নাবিকেরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা।

 

জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। সেচিলিসের দক্ষিণ থেকে জাহাজসহ তাদের জিম্মি করে সোমালিয়ার জলসদ্যুরা। ওই সময় একজন ক্রু নিহত হন।

 

জলদস্যুরা নাবিকদের জিম্মি করার এক বছর পর জাহাজটি ডুবে যায় এবং নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। সেসময় দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com