শিরোনাম
এগিয়ে হিলারি: ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:২৩
এগিয়ে হিলারি: ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারির চেয়ে পিছিয়ে থাকার কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে তিনি এ মন্তব্য করলেন। অবশ্য এখনো ট্রাম্প হেরে যাননি এবং এই পরিস্থিতি থেকেও জেতা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

 

ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কেল্যানি কনওয়ে বলেন, তার মতে হিলারি ক্লিনটনের কিছু বাড়তি সুবিধা রয়েছে। তবে এখনই আমরা হাল ছেড়ে দিচ্ছি না, জানি এমন অবস্থা থেকেও জিতে যাওয়া সম্ভব।

 

ইউটাহ এবং অ্যারিজোনা রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। যেখানে প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো জিতে যেতে পারে হিলারি ক্লিনটনের দল। এই পরিস্থিতি প্রায় পুরো যুক্তরাষ্ট্র জুড়েই। এমনকি নিজ দলের মধ্যেও তৈরি হচ্ছে বৈরি পরিস্থিতি।  

 

নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান সিনেটর কেলি এওট সমর্থন উঠিয়ে নিয়েছেন ট্রাম্পের ওপর থেকে। তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে ভোট দিচ্ছি না। তার কথা এবং কাজের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

 

কেলির এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে সেখানকার অন্যান্য রিপাবলিকান সমর্থকদের ওপরেও। নিউহ্যাম্পশায়ারের একটি প্রভাবশালী পত্রিকা শত বছরের প্রথা ভেঙ্গে এবার তাদের সমর্থন আর দিচ্ছেন না রিপাবলিকান দলকে।

 

কারণ হিসেবে নিউহ্যাম্পশায়ার ইউনিয়ন লিডারের প্রকাশক জো ম্যাককুইড বললেন, ‘আমি মনে করি এবার সঠিক কাজটিই করছি। এর ফলে আমাদের ক্ষতি স্বীকারও করতে হতে পারে।’

 

শেষ জনমত জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষের সমর্থন রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ওপর। তার প্রচার সংস্থার হিসেব অনুযায়ী, এবার সবচেয়ে বেশি ভোটার তাদের ভোট দিতে আসবে ৮ নভেম্বরের নির্বাচনে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com