শিরোনাম
হাইতিতে কারগার থেকে ১৭০ বন্দির পালায়ন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৫:০৪
হাইতিতে কারগার থেকে ১৭০ বন্দির পালায়ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাইতির একটি কারাগার থেকে পাঁচটি রাইফেল লুট করে ১৭০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। এসময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের গুলি বিনিময়ে এক রক্ষী ও এক বন্দি নিহত হয়।


শনিবার রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ৪৫ কিলোমিটার দূরের আর্কাহাইয়ের একটি কারাগারে এ ঘটনা ঘটে।


জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় পলাতকদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১১ পলাতক বন্দিকে আটক করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকাগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছে। আর্কাহাইয়ের ওই কারাগারের বন্দিরা কারাগারের পোশাক পরে না। তাই তাদের জন্য সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া সহজ।



হাইতি সরকার টুইটারে এই ঘটনার নিন্দা জানিয়ে একে কারা বিদ্রোহ হিসেবে অভিহিত করেছে।


বিচারমন্ত্রী ক্যামিল এডুয়ার্ড জুনিয়র বলেন, ‘এই ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন। এছাড়া এক বন্দি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।’ সূত্র: রয়টার্স


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com