শিরোনাম
না ফেরার দেশে এভারেস্টজয়ী প্রথম নারী
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১১:১৩
না ফেরার দেশে এভারেস্টজয়ী প্রথম নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এভারেস্ট জয়ী প্রথম নারী জুনকো তাবেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার রাতে ৭৭ বছর বয়সে মারা গেলেন। জাপানের এই পর্বতারোহী আজ থেকে প্রায় ৪০ বছর আগে এভারেস্ট জয় করেন।


আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, জাপানের সাইতামা শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুনকো তাবেই। ২০১২ সাল থেকে তিনি ক্যান্সারে আক্রান্ত। এভারেস্টের কাছে হার না মানলেও শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন তিনি না ফেরার দেশে। সত্তরের দশকে প্রতিকূল সামাজিক পরিবেশে এভারেস্ট জয় করা এই নারী বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত।


জানা যায়, তাবেই ৩৫ বছর বয়সে ১৯৭৫ সালের মে মাসে এভারেস্ট জয় করেন। পরে ১৯৯২ সালে তিনি বিশ্বের আরো সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করেন।


তাবেই এভারেস্ট জয় করতে গিয়ে তুষার ধসে চাপা পড়ে মরতেই বসেছিলেন। গাইডের মাধ্যমে কোনো রকমে প্রাণে বাঁচলেও তিনি সেবার অভিযান বাতিল করেননি। মরতে বসা অদম্য এই নারীই তখন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রেখে রেকর্ড করেন। সর্বশেষ ২০১৬ সালের জুলাইয়ে জাপানের মাউন্ট ফুজির চূড়ায় উঠেন তিনি।


জীবিত থাকাকালে ২০১২ সালে জাপানের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তাবেই বলেন, ‘৭০’র দশকে জাপান ছিল একটা অনগ্রসর জাতি। নারীদের বিষয়ে তাদের ধ্যানধারণা ছিল ভিন্ন। তারা মনে করতো মেয়েরা শুধু ঘরের ভেতরে কাজ করবে আর বাইরের কাজ শুধুই পরুষদের জন্য। এভারেস্ট জয়ের আগে এমন প্রতিকূলতা বিরুদ্ধে জিততে হয়েছে আমাকে।’


বির্বাতা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com